শৈবালের সাথে ব্রায়োফাইটার পার্থক্য

শৈবাল ও ব্রায়োফাইটা উভয়ই থ্যালোফাইটা উদ্ভিদ হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। শৈবালের সাথে ব্রায়োফাইটার পার্থক্য নিচে লিখা হলো
Admin

শৈবালের সাথে ব্রায়োফাইটার পার্থক্য

শৈবাল ও ব্রায়োফাইটা উভয়ই থ্যালোফাইটা উদ্ভিদ হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। শৈবালের সাথে ব্রায়োফাইটার পার্থক্য নিচে লিখা হলো :

শৈবাল;

১. শৈবাল সাধারণত জলজ ।

২. দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয় ।

৩. এদের রাইজয়েড ও স্কেল অনুপস্থিত ।

৪. এদের থ্যালাসে কোনো রন্ধ্র থাকে না ।

৫. এদের শাখাবিন্যাস অনিয়মিত।

৬. এদের প্রতিটি কোষের বৃদ্ধি ও বিকাশ ঘটে।

৭. এদের যৌন জননাঙ্গ এককোষী ও সরল।

৮. এদের যৌনজনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অথবা উগ্যামাস ৷

উদাহরণ- Volvox, Chara ইত্যাদি |

ব্রায়োফাইটা;

১. ব্রায়োফাইটা সাধারণতঃ স্থলজ ।

২. দেহ কাণ্ড ও পাতা আছে, মূল নাই ।

৩. এদের রাইজয়েড আছে। কোনো কোনো ক্ষেত্রে স্কেল থাকে ।

৪. এদের থ্যালাসে রন্ধ্র বিদ্যমান।

৫. এদের শাখাবিন্যাস ডাইকটোমাস।

৬. এদের কেবল নির্দিষ্ট কিছু কোষের বৃদ্ধি ও বিকাশ ঘটে।

৭. এদের যৌন জননাঙ্গ বহুকোষী ও বন্ধ্যা আবরণী দ্বারা আবৃত ৷

৮.এদের যৌনজনন উগ্যামাস।

উদাহরণ- Riccia, Anthoceros ইত্যাদি।

إرسال تعليق