এপিফাইটিক ও পরজীবী শৈবাল, মিঠা পানির শৈবাল, অর্ধ-বায়বীয় শৈবালের বাসস্থানের বর্ণনা

এপিফাইটিক ও পরজীবী শৈবাল সম্পর্কে আলোচনা কর।

এপিফাইটিক ও পরজীবী শৈবাল সম্পর্কে নিচে আলোচনা করা হলো :

এপিফাইটিক শৈবাল : শৈবাল বা অন্যান্য উদ্ভিদের দেহের উপর জন্মানো শৈবালকে এপিফাইটিক শৈবাল বলে। এরা আশ্রয়দাতা উদ্ভিদের দেহে আশ্রয় নিয়ে বেড়ে উঠে। স্বাদুপানি ও লোনা পানির অনেক শৈবাল এপিফাইটিক । Oscillatoria, Tolypotunix ইত্যাদি এপিফাইটিক শৈবাল

পুরু মিউসিলেজের আবরণে আবদ্ধ থাকা এপিফাইটিক শৈবালের মধ্যে Nostoc, Tetraspora অন্যতম। কতিপয় গোলাকার শৈবাল প্রজাতি এপিফাইট হিসেবে জন্মে যেমন - Pediastrum, Scenedesmus ইত্যাদি। 

পরজীবী শৈবাল : অধিকাংশ শৈবাল স্বভোজী ৷ কিছু কিছু শৈবাল অন্য উদ্ভিদ বা পাতার উপর জন্মে এবং সেখান থেকে খাদ্য সংগ্রহ করে এবং রোগ সৃষ্টি করে, সে সমস্ত শৈবালকে পরজীবী শৈবাল বলে। 

এসব শৈবাল উদ্ভিদ দেহে পরজীবী হিসেবে বাস করে এবং উদ্ভিদের অর্থনৈতিকভাবে ক্ষতি সাধন করে। সাধারণত এসব শৈবালের জন্য চা গাছের Red rust রোগ হয়ে থাকে

উদাহরণ-

1. Cephaleuros → চা ও ম্যাগনোলিয়া গাছের পাতার উপর পরজীবী হিসেবে বসবাস করে ।

2. CeratocolaxPhyllophora-এর দেহের ভেতরে বাস করে ।

3. CallocolaxCallophyllis-এর উপর পরজীবী।

8. PhyllosiphoxArisarum vulgare-এর পাতার উপর বাস করে ।

৫. Rhizalekane → এ শৈবাল Sphagnum (ব্রায়োফাইট) এর দেহে জন্মে। 

স্বাদু পানি বা মিঠা পানির শৈবালের আবাস সম্পর্কে আলোচনা কর ৷

সাধারণত যে পানিতে লবণের পরিমাণ 10ppm এর কম থাকে সে পানিকে স্বাদুপানি বলা হয়। এই পানিতে যেসব শৈবাল জন্মে তাদেরকে স্বাদুপানির শৈবাল বলে। যেমন- Chara, Spirogyra, Nostoc ইত্যাদি। স্বাদু পানি বা মিঠা পানির শৈবালের আবাস সম্পর্কে নিচে আলোচনা করা হলো :

১. স্থিরবদ্ধ পানির শৈবাল : আবদ্ধ পানিতে (পুকুর, ডোবা ইত্যাদি জলাশয়ে) বসবাসকারী শৈবাল স্থিরবদ্ধ পানির শৈবাল নামে পরিচিত। যেমন- Spirogyra, Rivularia, Chlamydomonas ইত্যাদি ।

২. প্রবাহমান স্বাদু পানির শৈবাল : নদী, খাল বা ঝরণার পানিতে বা এ ধরনের প্রবাহমান পানিতে যে সকল শৈবাল বসবাস করে তাদের প্রবাহমান স্বাদু পানির শৈবাল বলে। যেমন- Ulothrix, Cladophora ইত্যাদি।

৩. বেনথোফাইটিক শৈবাল : যে সমস্ত শৈবাল প্রজাতি স্বাদু পানির তলদেশে মাটি বা অন্য কোনো বস্তুর গায়ে লেগে থাকে তাদেরকে বেনথোফাইটিক শৈবার বলে। যেমন- Chara, Nitella, Laminaria ইত্যাদি ।

৪. ইপ্যাকটিফাইটিক শৈবাল : এ সকল শৈবাল খাল-বিল, পুকুর, নদী, হ্রদ বা বদ্ধ যেকোনো জলাশয়ের কিনারায় বসবাস করে তাদেরকে ইপ্যাকটিফাইটিক শৈবাল বলে। যেমন- Chaetophora, Oedogonium, Gloeotrichia ইত্যাদি।

৫. প্ল্যাংকটোফাইটিক শৈবাল : স্বাদু পানির উপরিতলে যে সমস্ত শৈবাল ভাসমান অবস্থায় বসবাস করে। যেমন- Microcystis, Cosmarium ইত্যাদি । এই প্রকার শৈবাল আবার দুই প্রকার। যথা-

(ক) ইউপ্ল্যাংকটোফাইট : এ সমস্ত ফাইটোপ্ল্যাংক্টন আজীবন ভাসমান অবস্থায় বসবাস করে । যেমন- Chlamydomonas, Cosmarium প্রভৃতি।

(খ) টাইকোপ্ল্যাংকটোফাইট : জীবনের শুরুতে এরা কোনো অবলম্বনের সাথে আবদ্ধ অবস্থায় থাকে কিন্তু পরবর্তী পর্যায়ে বিচ্যুত হয়ে মুক্ত ভাসমান অবস্থায় বসবাস করে। যেমন- Cladophora, Rhizoclonium, Sargassum ইত্যাদি।

৬. থার্মোফাইটিক শৈবাল : এ সকল শৈবাল প্রচণ্ড গরম পানিতে বসবাস করে। এরা ৫০° সে. হতে ৮৫° সে. তাপমাত্রায় স্বাভাবিক পানিতে বসবাস করতে পারে। যেমন- Chlorococcus.

৭. ক্রায়োফাইটিক শৈবাল : এ সমস্ত শৈবাল তুষার বা বরফের উপর জন্মায় এবং বিভিন্ন বর্ণ সৃষ্টি করে। যেমন- Chlamydomonas nivalis, Ulothrix flaccida ইত্যাদি।

৮. এপিফাইটিক শৈবাল : এ ধরনের শৈবাল সাধারণত জলজ কোনো উদ্ভিদের উপর বসবাস করে। যেমন- Bulbochaete, Coleochaete ইত্যাদি। কী

অর্ধ-বায়বীয় শৈবালের উদাহরণসহ বাসস্থানের বর্ণনা দাও ৷

যে সমস্ত শৈবাল মাটি হতে সামান্য উপরে বসবাস করে অর্থাৎ গাছের বাকল, পাতা, কাঠ, ঘরের দেয়াল, টিনের চাল বা বেড়া, ফুলের টবের গাছ ইত্যাদি জায়গায় বসবাস করে তাদেরকে অর্ধবায়বীয় শৈবাল বলে.

মাধ্যমের উপর ভিত্তি করে এদেরকে নিম্নলিখিত প্রকারে ভাগ করা যায় । যেমন-

১. এপিফাইলোফাইট : এ ধরনের শৈবাল গাছের পাতার উপর জন্মে। যেমন- Cephaleuros.

২. কর্টিকোলাস : গাছের বাকল বা কাণ্ডে এরা জন্মে। যেমন - Pleurococcus, Trentepohlia

৩. লিথোফাইট : পাথরের গায়ে এরা জন্মায়। যেমন— Chroococcus, Gloeocapsa.

৪. ক্যালকেরিয়াস : ইট ও দালানের উপর এরা জন্মায়। যেমন- Scytonema.

এপিফাইটিক ও পরজীবী শৈবাল, মিঠা পানির শৈবাল, অর্ধ-বায়বীয় শৈবালের বাসস্থানের বর্ণনা

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url