শৈবালের বাসস্থান Brief Questions অধ্যায়-২। ইজি বোটানি

১। বসতি বা আবাসস্থল (Habitat) বলতে কী বুঝ?

উত্তর : সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য যে জীব যে পরিবেশে বাস করে সেই প্রাকৃতিক ও জৈবিক উপাদান বিশিষ্ট পরিবেশকে জীবের বসতি বা আবাসস্থল (Habitat) বলে ।

২। প্রাথমিকভাবে শৈবালের আবাসস্থলকে কী কী ভাগে ভাগ করা হয়?

উত্তর : শৈবালের আবাসস্থলকে প্রাথমিকভাবে জলজ, স্থলজ, উদ্ভিজ্জ, প্রাণীজ এই চার ভাগে ভাগ করা যায় ।

৩। জলজ আবাসস্থলের ভিত্তিতে শৈবালের শ্রেণিবিভাগ কর।

উত্তর : আবাসস্থলের ভিত্তিতে জলজ শৈবালকে ছয়ভাগে ভাগ করা যায়।

যথা : ১. স্বাদুপানির শৈবাল; ২. ইষৎ লোনা পানির শৈবাল; ৩. সামুদ্রিক শৈবাল ; ৪. লবণাম্বু শৈবাল; ৫. উষ্ণ পানির শৈবাল এবং ৬. বরফগলা পানির শৈবাল ।

৪।শৈবাল জগতে প্রাপ্ত শৈবাল প্রজাতির সংখ্যা কত?

উত্তর : প্রায় ৩০,০০০ প্রজাতি ।

৫। দুটি স্বাদু পানির শৈবালের উদাহরণ দাও ।

 উত্তর : (i) Oedogonium sp, (ii) Nostoc.

৬। দুটি সামুদ্রিক শৈবালের নাম লিখ ।

উত্তর : (i) Fucus sp, (ii) Sargassum sp.

৭। এন্ডোফাইটিক শৈবাল কি?

উত্তর : যেসব শৈবাল অন্য উদ্ভিদের কোষের ভেতরে অবস্থান করে তাদেরকে এন্ডোফাইটিক শৈবাল বলে ।

৮। Thermophytic শৈবাল বলতে কী বুঝ?

উত্তর : ৭০-৮৫° সে. তাপমাত্রায় পানিতে বসবাসকারী শৈবালকে থার্মোফাইটিক শৈবাল বলে ।

৯। একটি থার্মোফিলিক শৈবালের নাম লিখ। 

উত্তর : একটি থার্মোফিলিক বা থার্মোফাইটক শৈবাল হলো - Scytonema.

১০। Symbiotic বা মিথোজীবী শৈবাল কাকে বলে?

উত্তর : যে শৈবাল ছত্রাকের সাথে সহ-অবস্থানে থেকে উভয়ে- উভয়ের দ্বারা উপকৃত হয়, তাকে মিথোজীবী শৈবাল বলে। 

১১। দুটি মিথোজীবী শৈবালের নাম লেখ।

উত্তর : ১. Anabaena sp এবং ২. Cladophore sp.

১২। প্ল্যাংকটোফাইটিক শৈবাল কি?

উত্তর : যেসব শৈবাল পানির উপরিভাগে ভাসমান অবস্থায় বসবাস করে তাকে প্ল্যাংকটোফাইটিক শৈবাল বলে ।

১৩। শ্যামন শৈবাল কি?

উত্তর : যে সমস্ত শৈবাল বালিয়াড়িতে জন্মে তাকে শ্যামন শৈবাল বলে ।

১৪। থাইলাকয়েড কী?

উত্তর : ক্লোরোপ্লাস্ট গঠনের স্টোমাতে অসংখ্য থাইলাকয়েড থাকে । থাইলাকয়েড দেখতে থলির মত।

এতে ক্লোরোফিল অণু রয়েছে। ইহাও ক্লোরোপ্লাস্ট গঠনের একটি অংশ ।

১৫। দুটি এন্ডোফাইটিক শৈবালের নাম লিখ ৷

উত্তর : (i) Nostoc, (ii) Anabaena.

১৬। Parasitic বা পরজীবী শৈবাল কাকে বলে?

উত্তর : যে শৈবাল কোন উদ্ভিদের উপর পরজীবী হিসেবে জন্মে, তাকে Parasitic বা পরজীবী শৈবাল

বলে। যথা— Cephaleurus নামক ছত্রাক ৷

১৭। একটি পরজীবী শৈবালের নাম লিখ । 

উত্তর : Cephaleuros sp.

১৮।  একটি রোগ সৃষ্টিকারী শৈবালের নাম লিখ।

উত্তর : একটি রোগ সৃষ্টিকারী শৈবালের নাম হলো— Lyngbya.

১৯। Benthophytic শৈবাল কাকে বলে?

উত্তর : যেসব শৈবাল সমুদ্র, নদ-নদী, হ্রদ, পুকুর ইত্যাদির একেবারে তলদেশে মাটির প্রায় কাছাকাছি কোন শক্ত অবলম্বনের সাথে সংলগ্ন অবস্থায় বসবাস করে সেগুলোকে বেনথোফাইটিক (Benthophytic) শৈবাল বলা হয় ৷ যথা- Chara, Nitella, Laminaria ইত্যাদি ।

২০। দুটি বেনথোফাইটিক শৈবালের নাম লিখ ।

উত্তর : (i) Chara (ii) Laminaria.

২১। একটি ক্যালসিফিলিক শৈবালের নাম লিখ ।

উত্তর : ক্যালসিফিলিক শৈবাল হলো Gomontia.

২২। দুইটি এপিফাইটিক শৈবালের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : (i) Coleochacte, (ii) Oedogonium.

২৩। Epiphytic শৈবাল কাকে বলে?

উত্তর : কোন উদ্ভিদের উপর বসবাসকারী শৈবালকে Epiphytic শৈবাল বলা হয়। যথা- Coleochaete.

২৪। একটি Saprophytes শৈবালের নাম লিখ। অথবা, একটি মৃতজীবী শৈবালের নাম লিখ।

উত্তর : Botrydium sp.

২৫। এপিজোয়িক শৈবাল কি?

উত্তর : যেসব শৈবাল অন্য প্রাণীর দেহের বহির্ভাগে জন্মায় তাদেরকে এপিজোয়িক শৈবাল বলে ।

২৬। এপিজোয়িক শৈবাল কোনটি?

উত্তর : এপিজোয়িক শৈবাল হলো- Cladophora.

২৭। ক্রায়োফাইটের সংজ্ঞাসহ উদাহরণ দাও। 

উত্তর : তুষার বা বরফের বসবাসকারী শৈবালকে ক্রায়োফাইট বলা হয়। উদাহরণ- Ulothrix.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url