শৈবালের বাসস্থান Brief Questions অধ্যায়-২। ইজি বোটানি
১। বসতি বা আবাসস্থল (Habitat) বলতে কী বুঝ?
উত্তর : সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য যে জীব যে পরিবেশে বাস করে সেই প্রাকৃতিক ও জৈবিক উপাদান বিশিষ্ট পরিবেশকে জীবের বসতি বা আবাসস্থল (Habitat) বলে ।
২। প্রাথমিকভাবে শৈবালের আবাসস্থলকে কী কী ভাগে ভাগ করা হয়?
উত্তর : শৈবালের আবাসস্থলকে প্রাথমিকভাবে জলজ, স্থলজ, উদ্ভিজ্জ, প্রাণীজ এই চার ভাগে ভাগ করা যায় ।
৩। জলজ আবাসস্থলের ভিত্তিতে শৈবালের শ্রেণিবিভাগ কর।
উত্তর : আবাসস্থলের ভিত্তিতে জলজ শৈবালকে ছয়ভাগে ভাগ করা যায়।
যথা : ১. স্বাদুপানির শৈবাল; ২. ইষৎ লোনা পানির শৈবাল; ৩. সামুদ্রিক শৈবাল ; ৪. লবণাম্বু শৈবাল; ৫. উষ্ণ পানির শৈবাল এবং ৬. বরফগলা পানির শৈবাল ।
৪।শৈবাল জগতে প্রাপ্ত শৈবাল প্রজাতির সংখ্যা কত?
উত্তর : প্রায় ৩০,০০০ প্রজাতি ।
৫। দুটি স্বাদু পানির শৈবালের উদাহরণ দাও ।
উত্তর : (i) Oedogonium sp, (ii) Nostoc.
৬। দুটি সামুদ্রিক শৈবালের নাম লিখ ।
উত্তর : (i) Fucus sp, (ii) Sargassum sp.
৭। এন্ডোফাইটিক শৈবাল কি?
উত্তর : যেসব শৈবাল অন্য উদ্ভিদের কোষের ভেতরে অবস্থান করে তাদেরকে এন্ডোফাইটিক শৈবাল বলে ।
৮। Thermophytic শৈবাল বলতে কী বুঝ?
উত্তর : ৭০-৮৫° সে. তাপমাত্রায় পানিতে বসবাসকারী শৈবালকে থার্মোফাইটিক শৈবাল বলে ।
৯। একটি থার্মোফিলিক শৈবালের নাম লিখ।
উত্তর : একটি থার্মোফিলিক বা থার্মোফাইটক শৈবাল হলো - Scytonema.
১০। Symbiotic বা মিথোজীবী শৈবাল কাকে বলে?
উত্তর : যে শৈবাল ছত্রাকের সাথে সহ-অবস্থানে থেকে উভয়ে- উভয়ের দ্বারা উপকৃত হয়, তাকে মিথোজীবী শৈবাল বলে।
১১। দুটি মিথোজীবী শৈবালের নাম লেখ।
উত্তর : ১. Anabaena sp এবং ২. Cladophore sp.
১২। প্ল্যাংকটোফাইটিক শৈবাল কি?
উত্তর : যেসব শৈবাল পানির উপরিভাগে ভাসমান অবস্থায় বসবাস করে তাকে প্ল্যাংকটোফাইটিক শৈবাল বলে ।
১৩। শ্যামন শৈবাল কি?
উত্তর : যে সমস্ত শৈবাল বালিয়াড়িতে জন্মে তাকে শ্যামন শৈবাল বলে ।
১৪। থাইলাকয়েড কী?
উত্তর : ক্লোরোপ্লাস্ট গঠনের স্টোমাতে অসংখ্য থাইলাকয়েড থাকে । থাইলাকয়েড দেখতে থলির মত।
এতে ক্লোরোফিল অণু রয়েছে। ইহাও ক্লোরোপ্লাস্ট গঠনের একটি অংশ ।
১৫। দুটি এন্ডোফাইটিক শৈবালের নাম লিখ ৷
উত্তর : (i) Nostoc, (ii) Anabaena.
১৬। Parasitic বা পরজীবী শৈবাল কাকে বলে?
উত্তর : যে শৈবাল কোন উদ্ভিদের উপর পরজীবী হিসেবে জন্মে, তাকে Parasitic বা পরজীবী শৈবাল
বলে। যথা— Cephaleurus নামক ছত্রাক ৷
১৭। একটি পরজীবী শৈবালের নাম লিখ ।
উত্তর : Cephaleuros sp.
১৮। একটি রোগ সৃষ্টিকারী শৈবালের নাম লিখ।
উত্তর : একটি রোগ সৃষ্টিকারী শৈবালের নাম হলো— Lyngbya.
১৯। Benthophytic শৈবাল কাকে বলে?
উত্তর : যেসব শৈবাল সমুদ্র, নদ-নদী, হ্রদ, পুকুর ইত্যাদির একেবারে তলদেশে মাটির প্রায় কাছাকাছি কোন শক্ত অবলম্বনের সাথে সংলগ্ন অবস্থায় বসবাস করে সেগুলোকে বেনথোফাইটিক (Benthophytic) শৈবাল বলা হয় ৷ যথা- Chara, Nitella, Laminaria ইত্যাদি ।
২০। দুটি বেনথোফাইটিক শৈবালের নাম লিখ ।
উত্তর : (i) Chara (ii) Laminaria.
২১। একটি ক্যালসিফিলিক শৈবালের নাম লিখ ।
উত্তর : ক্যালসিফিলিক শৈবাল হলো Gomontia.
২২। দুইটি এপিফাইটিক শৈবালের বৈজ্ঞানিক নাম লিখ।
উত্তর : (i) Coleochacte, (ii) Oedogonium.
২৩। Epiphytic শৈবাল কাকে বলে?
উত্তর : কোন উদ্ভিদের উপর বসবাসকারী শৈবালকে Epiphytic শৈবাল বলা হয়। যথা- Coleochaete.
২৪। একটি Saprophytes শৈবালের নাম লিখ। অথবা, একটি মৃতজীবী শৈবালের নাম লিখ।
উত্তর : Botrydium sp.
২৫। এপিজোয়িক শৈবাল কি?
উত্তর : যেসব শৈবাল অন্য প্রাণীর দেহের বহির্ভাগে জন্মায় তাদেরকে এপিজোয়িক শৈবাল বলে ।
২৬। এপিজোয়িক শৈবাল কোনটি?
উত্তর : এপিজোয়িক শৈবাল হলো- Cladophora.
২৭। ক্রায়োফাইটের সংজ্ঞাসহ উদাহরণ দাও।
উত্তর : তুষার বা বরফের বসবাসকারী শৈবালকে ক্রায়োফাইট বলা হয়। উদাহরণ- Ulothrix.
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url