বাংলাদেশের ফাইকোলজির ইতিহাস বর্ণনা কর।

বাংলাদেশের ফাইকোলজির ইতিহাস 

বৃটিশ রাজত্বকালে অবিভক্ত বাংলায় উচ্চশিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবার পর উচ্চশিক্ষার সুযোগ কিছুটা হলেও প্রতিষ্ঠালগ্ন থেকে উদ্ভিদবিজ্ঞান পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি হয়নি। ঢাকা  বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বেশ কবছর পর পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সাথে উদ্ভিদবিজ্ঞান বিষয়ের পঠন-পাঠন শুরু হয়নি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিষয়ক পড়াশুনা  শুরু হয় সম্ভবতঃ  ১৯৪৯-৫০ শিক্ষাবর্ষ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শৈবাল বিষয়ক গবেষণার সূত্রপাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক এ.কে.এম. নুরুল ইসলাম। 

চাকুরি জীবনের শুরু থেকে সুদীর্ঘ ৫০ বছর ধরে শৈবাল নিয়ে তাঁর যে নিরলস সাধনা তা একজন নিষ্ঠাবান ছাত্রের জ্ঞান-অন্বেষণা ৷ সুদীর্ঘ শিক্ষকতা জীবনে প্রিয় ছাত্রদের নিয়ে একটি নতুন গণ (Genus) সহ প্রায় শ'দেড়েক প্রজাতি বর্ণনা করেছেন।

তিনি তার গবেষণার শুরু অদ্যাবদী বিভিন্ন স্থানের ও পরিবেশের শৈবাল সংগ্রহ করেন এবং তার উপর গবেষণা করে নতুন গণসহ ১৫০টি প্রজাতির বর্ণনা দেন । তার অনেক ছাত্রছাত্রী শৈবাল গবেষণায় নিয়োজিত রয়েছে। 

তিনি Trentepholia, Chorella সহ প্রভৃতি মিঠা পানির শৈবালের বর্ণনা দেন। Clorocucciles, Nostoc সহ নানা ধরনের অর্ধবায়বীয় শৈবালের বর্ণনা দেন। তিনি ও ছাত্রছাত্রীরা Oedoclodium, Oedogonium, Botrydium সহ প্রভৃতি স্থলজ শৈবাল সম্পর্কে রিপোর্ট প্রদান করেন । 

তিনি ও তার ছাত্ররা ক্লোরোকক্কেলিস ও টেট্রাস্পোরেলিস বর্গের ৪১টি গণ ও ১১০টি প্রজাতি বর্ণনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Elakantothrinx, Ousococcus ও Tetrallantos ধান ক্ষেত্র ও পুকুর থেকে Kirehneselloriaccus lunetus নামক একটি নতুন প্রজাতি সনাক্ত করেন । প্রফেসর নুরুল ইসলাম Euglenophyceae -এর প্রায় ৯৬টি প্রজাতির বর্ণনা দেন । তিনি ও তার সহযোগীরা Cyanophyceac শৈবালের বাংলাদেশে প্রাপ্ত ৪৩টি প্রজাতির বর্ণনা দেন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম. জামান ও তাঁর সহযোগীগণ রাজশাহী অঞ্চলের Arthospira ও Camptytonemopsis নামক দু'টি নীলাভ-সবুজ শৈবাল সম্পর্কে রিপোর্ট প্রদান করেন। তাঁরা কয়েকটি স্থলজ শৈবাল সম্পর্কেও রিপোর্ট পেশ করেছেন । গবেষণার এ ধারা বজায় থাকলে আগামী কিছুদিনের মধ্যে শৈবাল-চর্চা আরও বিস্তিত হবে বলে আশা করা যায় । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url