শৈবালের শ্রেণিবিন্যাস-অধ্যায়-৩, Brief Question

১। শ্রেণিবিন্যাস কী?

উত্তর : সাদৃশ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে জীবগোষ্ঠীকে পৃথক পৃথক দলে ভাগ করার নাম শ্রেণিবিন্যাস।

২। সর্বপ্রথম কোন বিজ্ঞানী কখন শৈবালকে তিনটি গ্রুপে ভাগ করেন?

উত্তর : ১৮৩৬ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী Harvey সর্বপ্রথম শৈবালকে তিনটি গ্রুপে ভাগ করেন ।

৩। Fritsch শৈবালকে কতটি শ্রেণিতে ভাগ করেন?

উত্তর : Fritsch শৈবালকে ১১টি শ্রেণিতে ভাগ করে ।

৪। পৃথিবীর অধিকাংশ শৈবালবিদের কাছে কোন বিজ্ঞানীর শ্রেণিবিন্যাস পদ্ধতি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য?

উত্তর : বিজ্ঞানী F. E. Fritsch কর্তৃক প্রবর্তিত শ্রেণিবিন্যাস ।

৫। Fritsch কর্তৃক শৈবালের শ্রেণিবিন্যাস কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে রচিত?

উত্তর : রঞ্জক পদার্থ, সঞ্চিত খাদ্য ও ফ্ল্যাজেলার ভিত্তিতে ।

৬। R.E. Lee এর শ্রেণিবিন্যাসের প্রধান ভিত্তি কি?

উত্তর : বিবর্তনের ধারা ।

৭। R.E. Lee কত সালে শৈবালের আধুনিক শ্রেণিবিন্যাস প্রদান করেন?

উত্তর : ১৯৮৯ সালে ।

৮। Lee প্রথম গ্রুপে কোন শৈবালকে অন্তর্ভুক্ত করেন?

উত্তর : প্রোক্যারিওটিক ধরনের শৈবালকে ।

৯। বিজ্ঞানী Lee কিসের ভিত্তিতে শৈবালের শ্রেণিবিন্যাস করেন ?

উত্তর : রঞ্জক পদার্থ, সঞ্চিত খাদ্য ও ফ্ল্যাজেলার ভিত্তিতে শৈবালের শ্রেণিবিন্যাস করেন।

১০। শৈবালের আধুনিকতম শ্রেণিবিন্যাস কোনটি?

উত্তর : Robert Edward Lee কর্তৃক প্রদত্ত শ্রেণিবিন্যাস। 

১১। সবচেয়ে অনুন্নত শ্রেণির শৈবাল কোনটি?

উত্তর : Cyanophyceae বা নীলাভ সবুজ শৈবাল ।

১২। সবচেয়ে উন্নত শ্রেণির শৈবাল কোনটি?

উত্তর : Rhodophyceae বা লোহিত শৈবাল ।

১৩। G. W. Prescott এর শ্রেণিবিন্যাস পদ্ধতিতে কোন কোন বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে?

উত্তর : কোষপ্রাচীরের উপাদান, সঞ্চিত খাদ্য, রঞ্জক পদার্থ, ফ্ল্যাজেলা, নিউক্লিয়াস এর প্রকৃতি, প্রজনন এবং জীবনচক্র

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url