শৈবালের শ্রেণিবিন্যাস-অধ্যায়-৩, Brief Question
১। শ্রেণিবিন্যাস কী?
উত্তর : সাদৃশ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে জীবগোষ্ঠীকে পৃথক পৃথক দলে ভাগ করার নাম শ্রেণিবিন্যাস।
২। সর্বপ্রথম কোন বিজ্ঞানী কখন শৈবালকে তিনটি গ্রুপে ভাগ করেন?
উত্তর : ১৮৩৬ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী Harvey সর্বপ্রথম শৈবালকে তিনটি গ্রুপে ভাগ করেন ।
৩। Fritsch শৈবালকে কতটি শ্রেণিতে ভাগ করেন?
উত্তর : Fritsch শৈবালকে ১১টি শ্রেণিতে ভাগ করে ।
৪। পৃথিবীর অধিকাংশ শৈবালবিদের কাছে কোন বিজ্ঞানীর শ্রেণিবিন্যাস পদ্ধতি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য?
উত্তর : বিজ্ঞানী F. E. Fritsch কর্তৃক প্রবর্তিত শ্রেণিবিন্যাস ।
৫। Fritsch কর্তৃক শৈবালের শ্রেণিবিন্যাস কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে রচিত?
উত্তর : রঞ্জক পদার্থ, সঞ্চিত খাদ্য ও ফ্ল্যাজেলার ভিত্তিতে ।
৬। R.E. Lee এর শ্রেণিবিন্যাসের প্রধান ভিত্তি কি?
উত্তর : বিবর্তনের ধারা ।
৭। R.E. Lee কত সালে শৈবালের আধুনিক শ্রেণিবিন্যাস প্রদান করেন?
উত্তর : ১৯৮৯ সালে ।
৮। Lee প্রথম গ্রুপে কোন শৈবালকে অন্তর্ভুক্ত করেন?
উত্তর : প্রোক্যারিওটিক ধরনের শৈবালকে ।
৯। বিজ্ঞানী Lee কিসের ভিত্তিতে শৈবালের শ্রেণিবিন্যাস করেন ?
উত্তর : রঞ্জক পদার্থ, সঞ্চিত খাদ্য ও ফ্ল্যাজেলার ভিত্তিতে শৈবালের শ্রেণিবিন্যাস করেন।
১০। শৈবালের আধুনিকতম শ্রেণিবিন্যাস কোনটি?
উত্তর : Robert Edward Lee কর্তৃক প্রদত্ত শ্রেণিবিন্যাস।
১১। সবচেয়ে অনুন্নত শ্রেণির শৈবাল কোনটি?
উত্তর : Cyanophyceae বা নীলাভ সবুজ শৈবাল ।
১২। সবচেয়ে উন্নত শ্রেণির শৈবাল কোনটি?
উত্তর : Rhodophyceae বা লোহিত শৈবাল ।
১৩। G. W. Prescott এর শ্রেণিবিন্যাস পদ্ধতিতে কোন কোন বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে?
উত্তর : কোষপ্রাচীরের উপাদান, সঞ্চিত খাদ্য, রঞ্জক পদার্থ, ফ্ল্যাজেলা, নিউক্লিয়াস এর প্রকৃতি, প্রজনন এবং জীবনচক্র
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url