শৈবালের শ্রেণিবিন্যাসের এককসমূহ
ICBN এর রীতি অনুযায়ী প্রত্যেক উদ্ভিদ প্রজাতি একটি গণের, প্রত্যেক গণ একটি গোত্রের, প্রত্যেক গোত্র একটি বর্গের প্রত্যেক বর্গ একটি শ্রেণির এবং প্রত্যেক শ্রেণি একটি বিভাগের অন্তর্গত। ICBN এর রীতি অনুযায়ী শৈবালের শ্রেণিবিন্যাস বিভিন্ন স্তরের নামের শেষে নিম্নলিখিত Suffix সুপারিশ করা হয়েছে-
- বিভাগ - phyta
- শ্রেণি - phyceae
- বর্গ - ales
- উপবর্গ - inales
- গোত্র - aceae
- উপগোত্র - oideae
- গণ - একটি ল্যাটিন নাম (বিশেষ্য পদ)
- প্ৰজাতি - একটি ল্যাটিন নাম (বিশেষণ পদ )
শৈবাল শ্রেণিবিন্যাসের ভিত্তি কি কি?
শৈবালের শ্রেণিবিন্যাস সাধারণ কতগুলো ভিত্তির উপর নির্ভর করে করা হয়। শৈবালের শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলো নিচে দেওয়া হলো-
- রঞ্জক পদার্থের ধরন;
- সঞ্চিত খাদ্যের ধরন;
- ফ্ল্যাজেলার সংখ্যা এবং অবস্থান;
- কোষের গঠন ও রাসায়নিক উপাদান;
- নিউক্লিয়াসের উপস্থিতি ও অনুপস্থিতি;
- দেহের বাহ্যিক গঠন ও আঙ্গিক গঠন;
- জীবন চক্র ও প্রজনন পদ্ধতি ইত্যাদি;
- পিট-সংযোগ, চক্ষুবিন্দু, ফ্ল্যাজেলার সূক্ষ্ম গঠন ।
- বাসস্থান ও অভিযোজনের ধরন;
- প্লাস্টিক;