শৈবাল বিজ্ঞান - অধ্যায় ১ - সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। শৈবাল বিজ্ঞান বা ফাইকোলজি কি?
উত্তর : উদ্ভিদবিজ্ঞানের যে শাখায় শৈবাল সম্পর্কে আলোচনা করা হয় তাকে শৈবাল বিজ্ঞান বা ফাইকোলজি বলে ।
২। Phycology কোন শব্দ থেকে আগত?
উত্তর : গ্রিক শব্দ Phykos-সামুদ্রিক আগাছা এবং Logos -জ্ঞান থেকে Phycology শব্দটি আগত ।
৩। সর্বপ্রথম কে শৈবাল শব্দটি ব্যবহার করেন?
উত্তর : ক্যারোলাস লিনিয়াস (১৭৫৩)।
৪। শৈবাল কী?
উত্তর : রঞ্জক পদার্থবাহী, সমাঙ্গদেহী, স্বভোজী উদ্ভিদগুলোই শৈবাল ।
৫। বাংলাদেশের শৈবালবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
উত্তর : ড. এ. কে. এম নূরুল ইসলাম।
৬। দুই জন বাঙালি শৈবাল বিজ্ঞানীর নাম লেখ ।
উত্তর : ড. এ. কে. এম নূরুল ইসলাম এবং ড. এম জামাল ।
৭। মহাকাশ গবেষণায় ব্যবহৃত শৈবালের নাম লিখ।
উত্তর : Chlorella sp. নামক শৈবাল ব্যবহৃত হয়।
৮। Phycologist কারা?
উত্তর : শৈবাল সম্বন্ধে যারা বিশেষ জ্ঞানে সমৃদ্ধ তারা Phycologist বা শৈবালবিদ নামে পরিচিত।
৯। কোন শৈবাল থেকে গ্রিন লিডার তৈরি করা হয়?
উত্তর : Spirogyra sp. & Dedogonium sp. নামক শৈবাল থেকে।
১০। কোন কোন প্রাচীন সাহিত্যে শৈবাল এর উল্লেখ দেখা যায়?
উত্তর : প্রাচীন রোমান, গ্রীক ও চৈনিক সাহিত্যে শৈবাল এর উল্লেখ দেখা যায় ।
১১। রোমান, গ্রীক ও চৈনিক ভাষায় শৈবাল কী নামে পরিচিত ছিল?
উত্তর : রোমান ভাষায়- Fucus, গ্রীক ভাষায়- Phycos এবং চৈনিক ভাষায় শৈবালের নাম- Tsao.
১২। শৈবালের সূক্ষ্ম গঠন সম্পর্কে কখন জানা যায়?
উত্তর : ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর অর্থাৎ ১৯৩০ সালের পর থেকে ।
১৩। কয়েকজন বিশিষ্ট শৈবালবিদের নাম লিখ ।
উত্তর : ১. A.L. De Jussieu; 2. Prof. Agarth; ৩. FE. Fritsch; 8. Watcott এবং ৫. Turner.
১৪। পাঁচজন ভারতীয় শৈবালবিদ এর নাম লিখ।
উত্তর : ১. S. R. Narayan; 2. R.S. Ratton; 3. R. Subrahmanium; 8. Dixit এবং ৫. Sundarlingam.
১৫। প্রফেসর ড. এ. কে. এম. নুরুল ইসলাম কে ছিলেন?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর।
১৬। প্রফেসর ড. এ. কে. এম. নুরুল ইসলাম কর্তৃক বর্ণিত শৈবালের সংখ্যা কত?
উত্তর : প্রায় দেড় শতাধিক ।
১৭। কলোনি গঠনকারী দুটি শৈবালের নাম লিখ।
উত্তর : কলোনি গঠনকারী দুটি শৈবালের নাম Volvox ও Hydrodictyon.
১৮। বাংলাদেশে কত সাল থেকে শৈবাল চর্চা শুরু হয়?
উত্তর : বাংলাদেশে শৈবাল চর্চা শুরু হয় ১৯৫২ সাল থেকে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url