শৈবালের সাথে ব্রায়োফাইটার পার্থক্য

শৈবালের সাথে ব্রায়োফাইটার পার্থক্য

শৈবাল ও ব্রায়োফাইটা উভয়ই থ্যালোফাইটা উদ্ভিদ হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। শৈবালের সাথে ব্রায়োফাইটার পার্থক্য নিচে লিখা হলো :

শৈবাল;

১. শৈবাল সাধারণত জলজ ।

২. দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয় ।

৩. এদের রাইজয়েড ও স্কেল অনুপস্থিত ।

৪. এদের থ্যালাসে কোনো রন্ধ্র থাকে না ।

৫. এদের শাখাবিন্যাস অনিয়মিত।

৬. এদের প্রতিটি কোষের বৃদ্ধি ও বিকাশ ঘটে।

৭. এদের যৌন জননাঙ্গ এককোষী ও সরল।

৮. এদের যৌনজনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অথবা উগ্যামাস ৷

উদাহরণ- Volvox, Chara ইত্যাদি |

ব্রায়োফাইটা;

১. ব্রায়োফাইটা সাধারণতঃ স্থলজ ।

২. দেহ কাণ্ড ও পাতা আছে, মূল নাই ।

৩. এদের রাইজয়েড আছে। কোনো কোনো ক্ষেত্রে স্কেল থাকে ।

৪. এদের থ্যালাসে রন্ধ্র বিদ্যমান।

৫. এদের শাখাবিন্যাস ডাইকটোমাস।

৬. এদের কেবল নির্দিষ্ট কিছু কোষের বৃদ্ধি ও বিকাশ ঘটে।

৭. এদের যৌন জননাঙ্গ বহুকোষী ও বন্ধ্যা আবরণী দ্বারা আবৃত ৷

৮.এদের যৌনজনন উগ্যামাস।

উদাহরণ- Riccia, Anthoceros ইত্যাদি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url